Posts

Narada Sting Operation (Part - 2), এই ভিডিও টির সত্যতা আমরা যাচাই করি নি৷ এর দায় কোনো ভাবেই আমাদের ব্লগের নয়৷

Image

রোহিঙ্গা মুসলিমদের গ্রেফতার করে বিতাড়িত করা হবে, জানাল কেন্দ্র

Image
নয়াদিল্লি: এ দেশে ঘাঁটি গাড়া রোহিঙ্গা মুসলিমদের সনাক্তকরনের কাজ চলছে, তাদের গ্রেফতার করে ফরেনার্স অ্যাক্টে দেশ থেকে বিতাড়িত করা হবে। আজ এ কথা জানিয়ে দিল কেন্দ্র। গত ৫-৭ বছরে মায়ানমার থেকে বেআইনিভাবে এ দেশে এসে বসবাস করছে অন্তত ৪০,০০০ রোহিঙ্গা। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তারা, বড় একটা সংখ্যা বাসা বেঁধেছে জম্মুতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, মায়ানমার ছাড়া রোহিঙ্গারা তিনভাবে ঢুকেছে এ দেশে- সমুদ্রপথে, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ও মায়ানমার সীমান্তে চিনা এলাকা দিয়ে। ৫,৫০০-৫,৭০০ রোহিঙ্গা শুধু জম্মুতেই রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের আশঙ্কা, ঠিকমত গণনা হলে এই সংখ্যা ১০,০০০ থেকে ১১,০০০ দাঁড়াবে। গোটা ভারতের প্রেক্ষিতে জম্মুতে জড়ো হওয়া এই রোহিঙ্গাদের সংখ্যা অস্বাভাবিক বেশি বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক। কিছুদিন আগে তাদের বস্তিতে তল্লাশি চালিয়ে আধার কার্ড সহ বেশ কিছু পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহঋষি গতকাল এ নিয়ে একটি বৈঠক ডাকেন। কীভাবে রোহিঙ্গাদের চিহ্নিত করে বিতাড়ন করা যায় তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। জম্মু কাশ্মীরের মুখ্য সচিব, ডি...

বন্দে মাতরমে আপত্তি, ওয়াক আউট সাত মুসলিম কাউন্সিলরের

Image
‘বন্দে মাতরম্‌’ গানের সময় অধিবেশ কক্ষ থেকে ওয়াক আউট করেছিলেন মেরঠ পুরসভার সাত মুসলিম কাউন্সিলর। সেই কারণে তাঁদের সদস্যপদ খারিজ হতে চলেছে। ঘটনাটি গত মঙ্গলবারের। মেয়র তথা বিজেপি নেতা হরিকান্ত অহলুওয়ালিয়া সাফ জানিয়ে দিয়েছেন, যাঁরা ‘বন্দে মাতরম্‌’ গানের বিরোধিতা করবেন, অধিবেশন কক্ষে তাঁদের কোনও জায়গা নেই। ছেড়ে কথা বলছেন না মুসলিম কাউন্সিলরাও। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন, ‘বন্দে মাতরম্‌’ বয়কট চলবে। তাঁদের কথায়, শরিয়তি আইন অনুযায়ী আমরা ‘বন্দে মাতরম্‌’ গাইতে পারি না। দরকার হলে আদালতে যাব। এই হুঁশিয়ারিকে অবশ্য পাত্তা দিতে রাজি নন হরিকান্ত। তিনি বলেন, ‘‘মঙ্গলবার বন্দে মাতরম্‌ গাওয়ার সময় ওই সাত সদস্য বেরিয়ে যান। পরে তাঁরা আবার অধিবেশন কক্ষে ফেরেন। কিন্তু আমি তাঁদের ঢুকতে দিইনি। এই ব্যাপারে প্রয়োজনে আমি জেলে যেতেও রাজি আছি।’’ বুধবার পুরবোডের্র বৈঠকে ওই সাত জনের সদস্যপদ খারিজের প্রস্তাব পাশ হয়ে গিয়েছে বলেও জানান মেয়র। মেয়রের এই সিদ্ধান্তকে ‘তুঘলকি ফরমান’ আখ্যা দিয়েছেন কাউন্সিলর।  –– ADVERTISEMENT ––