Love Jihad - নতুন নতুন উপায়ে হিন্দু মেয়েদের শিকার করছে মুসলিম ছেলেরা !পড়ে অন্যদের সতর্ক করুন।

সম্প্রতি মুসলিম স্বামীর বিরুদ্ধে মারধর ও ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দেওয়ার অভিযোগ এনেছেন মুম্বইয়ের মডেল রশ্মি শাহবাজকের। উনি মুম্বাইয়ের বান্দ্রা থানায় উনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দাইয়ের করেছেন।তিনি অভিযোগ করেছেন উনার স্বামী উনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দিচ্ছে এমনকি মারধরও করছে।বিয়ের পরও রশ্মির স্বামী একটি হিন্দু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তাকে ইসলাম কবুল করিয়েছেন বলে দাবি রশ্মির।এ বার ‘লাভ জেহাদ’ নিয়ে সচেতন করতে বলিউডের মুসলিম তারকাদের ছবি দেওয়া প্রচারপত্র ও বই স্কুলের ছাত্রীদের হাতে তুলে দিতে চেয়ে বিতর্কের মুখে পড়ল রাজস্থান সরকারের শিক্ষা দফতর। সূত্রের খবর, রাজ্যের ছাত্রীদের লভ জেহাদ নিয়ে সচেতন করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ফলে সরকারের তরফে নির্দেশিকা পাঠিয়ে বিভিন্ন স্কুলকে জানানো হয়েছে, ‘হিন্দু স্পিরিচুয়ালিটি অ্যান্ড সার্ভিস ফাউন্ডেশন’ নামে একটি সংস্থার আয়োজন করা মেলায় ছাত্রীদের পাঠাতে। সেখানে বজরং দলের স্টলে রাখা আছে ওই প্রচারপত্র ও বই। ছাত্রী ও তরুণীরা নিজেদের কী ভাবে ‘লভ জেহাদ’ নামে মুসলিম ছেলেদের এই ফাঁদ থেকে বাঁচাবে, তারই বিবরণ রয়েছে তাতে।বইয়ে বলা হয়েছে, ‘হিন্দু...