Posts

বাংলদেশের পর এবার পশ্চিমবঙ্গে শুরু রোহিঙ্গা প্রবেশ! বিস্তারিত জানতে ক্লিক করুন।

Image
রোহিঙ্গা মুসলিমদের পশ্চিমবঙ্গে আনার জন্য স্বাগত জানিয়েছিলেন মূখ্যমন্ত্রী।যদি এর পুরোপুরি বিরোধিতা করে কেন্দ্র সরকার জানিয়েছিল রোহিঙ্গারা দেশের জন্য বিপদজনক,তাই ভারতে তাদের কোনো ঠাঁই না দেয়ায় ভালো।কিন্তু এবার পশ্চিমবঙ্গেই ঠাঁই দেওয়া হলো কিছু রোহিঙ্গাদের।হ্যাঁ ঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরের কুলারী গ্রামের হোসেন গাজী নামের এক ব্যাক্তি মায়ানমার থেকে আগত ২৯ থেকে ৩০ জন রোহিঙ্গা মুসলিমদের থাকার জন্য ব্যবস্থা করেদিয়েছেন।ভারতের বাংলাদেশ সীমান্ত হয়ে এই রোহিঙ্গা মুসলিমরা প্রবেশ করেছে।এক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী  হোসেন গাজী  ওই রোহিঙ্গাদের জন্য থাকার জমি ও ঘরের বন্দোবস্ত করেছে। রোহিঙ্গাদের দুর্দশা দেখে খুবই দুঃখিত তাই তিনি কিছু রোহিঙ্গার জন্য থাকার ব্যাবস্থা করেন।কিন্তু আশ্চর্যের বিষয় ওই রোহিঙ্গাদের কাছে থেকে কোনো রিফিউজি কার্ড নেই।হোসেন জানিয়েছেন রোহিঙ্গা ছেলে মেয়েরা তাদের মাদ্রাসাতে শিক্ষা নিতে আসা শুরু করেছে এবং খুব শান্তিপ্রিয় ভাবে বসবাস করছে। 24 ghanta

প্রকাশিত হল বিশ্বের জনপ্রিয় নেতা লিস্ট ,নরেন্দ্র মোদী কত নাম্বারে ?..

Image
বিশ্বের  প্রথম সারির ৫০ টি দেশের উপর জনগণ এর উপর করা হয়েছিল এক সমীক্ষা।যেখানে প্রকাশিত হয়েছে  বিশ্বের সবথেকে জনপ্ৰিয় নেতাদের নাম। বিশ্বের সেই জনপ্রিয় রাষ্ট্রনায়ক তালিকায় ট্রাম্প, পুতিনকে বহু পিছনে ফেলে ৩ নম্বর স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি।ভাবলে অবাক হবে নরেন্দ্র মোদির আসেপাশেই নেই  দুই শক্তিশালী দেশের রাষ্ট্রনায়ক।তালিকায় ১০ নাম্বারে স্থান পেয়েছেন  আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবার প্রথমে রয়েছেন জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল।দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের নতুন রাষ্ট্রপতি এমানুযেল ম্যাক্রো।এরপরেই তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।চার নাম্বার স্থানে টেরেসা মে এবং চীনের রাষ্ট্রপতি সি জিনপিং ।ষষ্ঠ স্থানে রয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।আপনাদের জানিয়ে রাখি ভিয়েতনাম ,আফগানিস্থান ও  ফিজি দেশের মানুষ সবচেয়ে প্রশংসা করেছেন নরেন্দ্র মোদির।এই তালিকা প্রকাশ পাওয়ার পর খুশির মহল মোদীভক্ত এবং বিজেপি সমর্থকদের মধ্যে। 24 ghanta

বিদেশে ভারতীয় মা ছেলের লাশ নিয়ে আটকে পড়েছিলেন, তারপর সুষমা স্বরাজ যা করলেন শুনলে..।

Image
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ যে কতটা মমতাময়ী তা প্রত্যেক ভারতবাসীর জানা।  এই দয়ালু মনোভাবের জন্য উনাকে সবাই জানে। সম্প্রতি আবারও তিনি তাঁর দয়ালু মনোভাবের পরিচয় দিলেন।আসলে এক ভারতীয় মহিলা অস্ট্রেলিয়া থেকে ভারতে আসছিলেন,কিন্তু  KLIA এয়ারপোর্টে উনার ছেলের আচমকা মৃত্যু হয়।সেইমতো অবস্থায় এক ব্যাক্তি ওই মহিলার সাহায্যের জন্য সুষমা স্বরাজকে টুইট করে জানান যে মহিলা খুব অসহায়,উনি কিভাবে উনার ছেলের দেহ ভারতে নিয়ে যাবেন জানেন না।উনাকে একটু সাহায্য করুন।টুইট পেয়ে সুষমা স্বরাজ ওই এয়ারপোর্টে অবস্থিত ভারতীয় এমব্যাসির দ্বারা সাহায্যের আশ্বাস দেন এবং জানান ইন্ডিয়ান হাই কমিশন এই ব্যাপারে উনাকে সাহায্য করবেন। সুষমা স্বরাজজি ওই মহিলাকে টুইটের মাধমে ছেলের মৃত্যুর জন্য সমবেদনাও জানান।

নতুন বছরের উপহার , ভারতের ISRO গড়ল আরো এক নতুন বিশ্ব রেকর্ড ,কিভাবে জানলে গর্বিত বোধ করবেন !!

Image
ইংরাজি নতুন বছর আসতেই পাওয়া গেল সুখবর। আরো একবার ইতিহাস গড়ল ভারত।হ্যাঁ ঠিকই শুনেছেন,একসাথে ৩১ টি কৃত্রিম উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠালো ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো।এই ৩১ টি উপগ্রহ মহাকাশে পাঠানোর সাথে সাথে মোট ১০০টি কৃত্রিম উপগ্রহ পাঠানোর রেকর্ডও গড়ল ভারতবর্ষ। সকাল ৯.৩০ মিনিট সময়কালে ১০০ তম কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়।পোলার সাটেলাইট লঞ্চ ভেইকল(PSLV)  সি—৪০/কার্টোস্যাট২ সিরিজের এর মাধমে  কৃত্রিম উপগ্রহ গুলিকে মহাকাশে পাঠানো হলো। ২০১৭ সালে অগাস্ট মাসে এই রেকর্ড ব্যাবহার করে ব্যার্থতার সম্মুখীন হতে হয়েছিল ইসরোকে।কিন্তু থেমে থাকেননি কর্তৃপক্ষ।প্রস্তুতি আরো জোরদার করে শক্তিশালী PSLV  কে পাঠানো হলো মহাকাশে।মহাকাশের কক্ষপথে কৃত্রিম উপগ্রহ গুলিকে স্থাপন করবে এই রকেটটি।প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ভারতবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন ভারতের আজকের সাফল্য টেকনোলজির দুনিয়ায় অনেক সাহায্য করবে।তিনি আরো বলেছেন এই উপগ্রহের জন্য কৃষক এবং মৎসচাষীরা খুবই লাভবান হবেন। দেশের রাষ্ট্রপতি ও এব্যাপারে দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন।

যোগী সরকার 10 মাসে এত এনকাউন্টার করেছে যে , কোনো বিরোধী পার্টি ভাবতেও পারেনি !!

Image
উত্তরপ্রদেশের গুন্ডারাজের চর্চা এখনো ভারত জুড়ে হয়ে থাকে।ডাকাতি,জমি অবৈধভাবে দখল,ধর্ষণ,খুন,নেশাজাতীয় দ্রবের চোরা চালান করা এবং এইসব ক্ষেত্রে কিছু স্থানীয় বা কখনো কোনো বড়ো নেতারাও যুক্ত থাকতেন।যার জন্য উত্তরপ্রদেশে যে সরকারি এসেছে তারা উত্তরপ্রদেশের আইনকানুনকে ঠিক করার কথা বলে এসেছেন।কিন্তু এই আইনকানুন ঠিক করার প্রতিশ্রুতি কে কতটা পূরণ করেছে তা একবার দেখে নেওয়া যাক।উত্তরপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও রাজ্যে আইনশৃঙ্খলা ঠিক করা এবং অপরাধকে পুরোপুরি শেষ করার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন।কিন্তু অখিলেশ যাদবের ৩ বছর মুখ্যমন্ত্রী থাকার পর দেখা যায় উত্তরপ্রদেশে ৬২২ জন পুলিশ কর্মীর উপর হামলা চালানো হয়েছিল যার মধ্যে ৬৯ এর বেশি পুলিশ কর্মী নিহত এবং প্রচুর পুলিশকর্মী আহত হয়েছিল তিন বছরে। এই পরিসংখ্যান প্রকাশ করে অখিলেশ এর আমলে পুলিশের অবস্থা কেমন ছিল।যারা জনগণের রক্ষা করবেন তাদেরই উপর হামলা হতো আখিলেশের আমলে। অন্য দিকে যোগী আদিত্যনাথের আমলের পরিসংখ্যান যদি দেখি- ১০ মাসে যোগী সরকার ৯২১ এর বেশি জন অপরাধীকে এনকাউন্টার এবং ২০০০ জনের বেশি অপরাধীকে জেলে পাঠিয়েছেন। অখিলেশ যাদব অবশ্য এত এনকাউন্টার ...

2018 সালের সেরা 10 সেনাবাহিনীর তালিকা বের হলো, ভারত কত নম্বরে জানলে গর্বিত হবেন !!

Image
দেশের সুরক্ষার জন্য সেনাবাহিনী কত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।বিশেষ করে পাকিস্তান,চীনের মতো শত্রু দিয়ে ঘেরা দেশে সেনাবাহিনী দেশের সব।মোদী সরকার আসার পর থেকে সেনাবাহিনীর শক্তির উপর বিশেষ জোরও দেওয়া হয়েছে।সম্পতি সামরিক শক্তির দিক দিয়ে কোন দেশ কতটা এগিয়ে তা নিয়ে ১০ টা সেরা দেশের সেনাবাহিনীর নাম প্রকাশিত হয়েছে।ভারত সেই তালিকায় এক ভালো স্থান পেয়েছে জেনে খুশি হবেন আপনারা। আপনাদের জানিয়ে দি, এক্ষেত্রে আমেরিকা সবথেকে এগিয়ে রয়েছে। আমেরিকা দেশ সামরিক ক্ষেত্রে সবচেয়ে বেশি(প্রায় ৪০ লক্ষ কোটি টাকা) টাকা খরচ করে এবং আমেরিকার কাছে প্রায় ১৫ হাজার মতো যুদ্ধ বিমানও রয়েছে।এরপরেই দ্বিতীয় সবচেয়ে বেশি সামরিক শক্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাশিয়া।১৪৫০০  ট্যাংক ও ৮৫০০ পারমাণবিক অস্ত্র নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া।রাশিয়ার পর ৩য় স্থানে রয়েছে  চিন।যাদের রয়েছে ২২ লক্ষ সীমান্ত বাহিনী এবং ২৪ লক্ষ রিজার্ভ বাহিনী নিয়ে বিশ্বের সবচেয়ে বড়ো স্থল বাহিনী এবং 3য় শক্তিশালী সামরিক সেনা গঠন করেছে চিন। ভারত রয়েছে চতুর্থ স্থানে।ভারতীয় সেনাবাহিনীতে প্রায় ৩৫০০ ট্যাংক এবং ১৭৮৫ টি যুদ্ধবিমান এবং ৩৫ লক্ষ সেনা রয়েছে।সব...

এবার খুচরো সমস্যার ওপর সচেতন হলেন মোদী সরকার আর নিলেন এমন সিদ্ধান্ত যে...

Image
কালো টাকার ব্যবসা বন্ধ করতে বড়ো  নোটবন্দির পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র সরকার।সেই সময় বাজার থেকে প্রচুর পরিমাণ টাকা উঠে যাওয়ায় রিজার্ভ ব্যাঙ্ক প্রচুর খুচরো টাকা বাজারে ছেড়েছিল।তার জন্য অবশ্য মোদীজির কথা মতো একটু অসুবিধা হয়েছিল ব্যাবসায়ী ও সাধারণ মানুষের।কিন্তু বর্তমানে আবার টাকা ফেরত এসেছে বাজারে।ফলে অনেক সংখক খুচরো নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে।তাই এবার দেশের প্রধান প্রধান মুম্বাই,নয়ডা,কলকাতা,হায়দ্রাবাদ চারটি টাকশালে বন্ধ করা হয়েছে খুচরো উৎপাদন।দেশের ইতিহাসে এর আগে কখনো একসাথে ১,২,৫ ও ১০ টাকার উৎপাদন বন্ধ থাকেনি।কিন্তু এবার নতুন ইতিহাস গড়ে একসাথে বন্ধ হলো খুচরো উৎপাদন। RBI একটা কথা পরিষ্কার করে দিয়েছে নতুন খুচরো কয়েন উৎপাদন বন্ধ থাকলেও পুরানো কইয়েন বৈধ থাকবে।এই মুহূর্তে খোলা বাজারে ৬৭৬ কোটি টাকার খুচরো কয়েন থাকায় খোলা বাজারে কয়েনের চাহিদা কমেছে।তাছাড়া দেশের ৪ টি   ট্যাকশালে যথেষ্ট পরিমান কয়েন মজুত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।