Posts

যোগী: হিন্দুত্ব আমার গর্ব তাই ইদ আমার উত্‍সব নয়। পড়ুন চাঞ্চলকর মন্তব্যটি...

Image
সুপ্রভাত ডিজিটাল:   যোগি আদিত্যনাথ এনার নাম কে না জানে দেশের মধ্যে সবথেকে নাম করা মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন বলেই ইনি পরিচিত। ইনি হিন্দু ধর্ম নিয়ে গর্বিত সেটা এনাকে দেখলেই বোঝা যায়। বর্তমানে ইনি এক গুরুতপূর্ণ মন্তব্য করেন যাতে তিনি বলেন হোলি ও নাজাজের বেপারে। তিনি বলেন আমি ধর্মীয় হিন্দু তাই ঈদ উদযাপন করি না। কিন্তু আমি ঈদ উদযাপনকে সন্মান করি এবং এই ধর্ম যে পালন করেন তাদেরকেও আমি সন্মান করি। কিন্তু আমি নিজের ধর্মের প্রতি গর্ব করি তাই ঈদ উদযাপন করা উচিত নয় আমার।  যোগি আদিত্যনাথ বলছেন যে হোলি উৎসবে নামাজ এর সময় পরিবর্তন করার জন্য অনেক ধন্যবাদ। হোলি আগে ইমাম-ই-ঈদগাহ মাওলানা খালিদ রশীদ ফিরঙ্গি মাহলি যিনি সর্বভারতীয় মুসলিম ব্যক্তিগত আইন বোর্ডের (এআইএমএলএলএলবি) নির্বাহী কমিটির সদস্য তিনি বলেছিলেন হোলি জন্য 30 মিনিট এক ঘন্টা নামাজ বন্ধ থাকবে। ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।**************** 24 ghanta Live News

বাংলায় বর্তমানে রক্ষকই ভক্ষক! রাজ্য পুলিশের নামে এক চরম অভিযোগ উঠল পড়ুন চাঞ্চলকর তথ্যটি..!

Image
সুপ্রভাত ডিজিটাল: রাজ্যের একি হাল বর্তমানে রক্ষকই এখন ভক্ষক। প্রতিবেশীর ঘরে ঢুকে ধর্ষণ করলো রাজ্য পুলিশ কর্মী। অভিযুক্ত এর নাম অখিল মণ্ডল বর্তমানে তিনি রায়গঞ্জ সংশোধনাগারের জেল ওয়ার্ডেন।  তার নামে অভিযোগ তিনি তার প্রতিবেশীর ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটে সোমবার মাঝ রাতে গৃহবধূ বলেন আমি ঘুম থেকে উঠে শৌচালয় যাই আর সেই সময় সেই সময়ই বাড়ির মেইন সুইচ বন্ধ করে দেয় অখিল মণ্ডল।  তারপর বাড়ি অন্ধকার দেখে সুযোগ বুঝে ঘরের মধ্যে ঢুকে পরে অখিল মণ্ডল। ঘরের মধ্যে সেই সময় তখন ওই গৃহবধূর ও তার মা ছিলেন। কিছু সময় পর যখন বুজতে পারে এটা তার স্বামী নয় অন্য কেউ তখন গৃহবধূ চিত্কারে তার মা দৌড়ে বাইরে বেরিয়ে এসে ঘরের দরজা আটকে দেন। তারপর গৃহবধূর মায়ের চিত্কারে ছুটে আসেন অভিযুক্ত পুলিসকর্মীর বাড়ির লোকেরা।  এবং দরজা ভেঙে অখিলকে নিয়ে যার নিজেদের বাড়ি। নির্যাতিতা গৃহবধূর পরিবার অখিল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কিন্তু কিন্তু পুলিসের তদন্ত নিয়েও উঠছে প্রশ্ন। অভিযোগ, ঘটনার পর দুদিন কাটতে চললেও এখন অধরা অভিযুক্ত। পাশাপাশি অভিযুক্তের পরিবার অভিযোগ তুলে নিতেও চাপ দিচ্ছে। ******...

ভারতের সোস্যাল মিডিয়ার রেকর্ড করলেন এই দুই যুগলবন্ধি..

Image
সুপ্রভাত ডিজিটাল:   সোস্যাল মিডিয়ার এক নতুন যুগ আসে ২০১৪ থেকে, দেশের প্রধানমন্ত্রী হবার পর থেকে ডিজিটাল মিডিয়ার সবসময় উল্লেখ করেন নরেন্দ্র মোদী। বর্তমানে ভারতের মধ্যে সবথেকে বেশি ফলোয়ার প্রধানমন্ত্রী মোদীর, দেশের ইনি একমাত্র এমন নেতা যার ফলোয়ার বলিউড এর তারকারদের থেকেও বেশি।  ফেসবুক, ট্যুইটার,ও ইনস্টাগ্রাম যে জায়গায় যাবেন তার ফলোয়ার দেশের মধ্যে সবথেকে বেশি। এবার পালা বিজেপি সভাপতি অমিত শাহ বর্তমানে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ এর জুটি সবথেকে পপুলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর সবথেকে বেশি ফলো করা হয় বিজেপি সভাপতি অমিত শাহকে। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ার ট্যুইটারেই প্রায় ৫ কোটি, ফেসবুকে ৪.৩ কোটি এবং ইনস্টাগ্রামে ১.২ কোটি। এবার অমিত শাহকে ফলো করে ফেসবুকে ১.১.কোটি, ট্যুইটার ১ কোটি, এবং ইনস্টাগ্রামে ৬.৭৭ লক্ষ। এই দুই মানুকে দেশ যেমন পছন্দ করছে তেমনি সোস্যাল মিডিয়াতেও মানুস এনাদের চাইছেন তা দেখেই বোঝা যায়। ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্য...

মূর্তির উপর হামলায় কড়া ব্যবস্তা প্রধানমন্ত্রী মোদীর..

Image
সুপ্রভাত ডিজিটাল: বাধ্য হয়ে এবার প্রধানমন্ত্রী মূর্তি নিয়ে মুখ খুললেন। কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ত্রিপুরায় লেনিন এবং তামিলনাড়ুর ভেলোরে ইভিআর রামস্বামী পেরিয়ার নিয়ে পর পর তিনটি মূর্তি ভাঙচুর করা হয় দেশে।  স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ করেছে রাজনাথ সিংহ, তিনি বলেন কাউকে ছাড়া হবে না যারা যারা দোষ করেছে সবাই শাস্তি পাবে। বিজেপি সভাপতি অমিত শাহ এই ঘটনার কড়া নিন্দা করে বলেন দুই রাজ্যে ঘটনার সঙ্গে যদি আমাদের দলের কেউ যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।  কলকাতার কেওড়াতলায় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি যে ভাবে ভাঙচুর করা হয়েছে তার পর কড়া নির্দেশ দেওয়া হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকে, সব ঘটনা খতিয়ে দেখা হচ্ছে যে যে যুক্ত থাকবে সবাইকে শাস্তি দেওয়া হবে বলে যানান স্বরাষ্ট্র মন্ত্রক।  ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************

এবার মৌলবাদী নীতি মহম্মদ শামি উপর পড়ুন চাঞ্চলকর তথ্যটি..

Image
সুপ্রভাত ডিজিটাল:  একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামি-এর সম্পর্কে। আর অভিযোগটি করেছেন তাঁর স্ত্রী হাসিন জাহান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জানিয়েছেন যে, তাঁর স্বামী শামির বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছে।  Anandabazar Patrika এমনকি তাঁকে নাকি শামির মারধরও করেন। হাসিনকে শারীরিক ও মানসিক দিক থেকে নির্যাতন করেন শামির। হাসিন শুধুমাত্র অভিযোগেই স্থির থাকেননি। তিনি শামিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেবেন বলে জানিয়েছেন।  তিনি দাবি করেছেন যে, তিনি শামিরের একাধিক নোংরা সম্পর্কের কথা জানতে পেরেছেন শামিরের ফোন থেকে। ফোনটি ছিল শামিরের বিএমডব্লিউ গাড়ি থেকে। তিনি এমনটিও জানিয়েছেন যে, তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। তাঁকে শামির মারধরও করেছেন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে। ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************

Big Breaking: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে কালি মাখিয়ে ভেঙে দেওয়া হল এই রাজ্যে..

Image
সুপ্রভাত ডিজিটাল: ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙার প্রতিবাদে এবার বাংলা। গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বানার্জী বলেছিলেন এমন মূর্তি ভাঙা উচিত হয়নি এবং তিনি লেনিনকে নেতাজীর সাথে তুলনা করেছিলেন। এবার রাজ্যে ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙার প্রতিবাদে পড়ুয়া যা করলো তা খুব লজ্জাজনক। আসল ঘটনাটি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়া টালিগঞ্জ থানা এলাকায় কেওড়াতলা শ্মশানের সামনে এক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ছিল, সেই মূর্তিতে কালি মাখানো হয়। অভিযোগ ওঠে আজ সকালে ছজন তরুণ ও তরুণী স্লোগান দিতে দিতে এসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি মাখায় এবং তারপর সেটি ভেঙে দেয়। পরিস্থিতি সামাল দিতে টালিগঞ্জ থানার পুলিশ সেই জায়গায় যায় এবং ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ। ছাত্রছাত্রী দের কাছ থেকেই জানা যায় তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************

লেনিনের সাথে নেতাজি ও স্বামীজির তুলনা করে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Image
সুপ্রভাত ডিজিটাল: এবার  লেনিন-মূর্তি  প্রতিবাদে  মুখ খুললেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয়া  বাঁকুড়ার পাত্রসায়রে এলাকায় এক জনসভা আজ করতে যান, সেখানে তিনি বক্তব্য রাখেন ।এবং সেই    বক্তব্য এর মাঝে তিনি বলে  বলেন  সরকারে এলে, হামলা করা কাজ নয়।  কারও মূর্তি ভেঙে দেওয়া সরকারের কাজ নয়, লেনিন, নেতাজি, স্বামীজির মূর্তি ভাঙা মেনে নেব না। গণতন্ত্র মানে জবরদখল করা নয়। এত ঔদ্ধত্য ভাল নয়। অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। এর মন্তবের পর থেকেই বিতর্ক শুরু হয়ে যায় মুখ্যমন্ত্রী কি করে  লেনিন এর সাথে  নেতাজি ও  স্বামীজির তুলনা করলেন । বিজেপি তরফ থেকে এই নিয়ে প্রতিবাদ শুরু হয় মমতা    বন্দ্যোপাধ্যায় এর ক্ষমা চাওয়া উচিত এই মন্তবের জন্য ।  এখনও পর্যন্ত  মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিছু জানানো হয়নি ।    Today Bengali News ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ ।**************** 24 Ghanta Live News