Posts

আগামী দিনে দারিদ্রতা ঘুচিয়ে সবথেকে দ্রুত উন্নয়ন করবে ভারত, দেখবে গোটা বিশ্বঃ বিল গেটস

Image
নয়া দিল্লীঃ  নিজের ফাউন্ডেশনের কাজের সমীক্ষা করার জন্য ভারত সফরে আসা বিল গেটস ভারতকে দ্রুত গতিতে আর্থিক উন্নয়ন করার দেশ বলে আখ্যা দেন। eisamay epaper বিশ্বের সবথেকে ধনী ব্যাক্তি তথা মাইক্রোসফটের সহ সংস্থাপক বিল গেটস বলেন, ভারত আগামী দশকে চরম গতিতে আর্থিক উন্নয়ন করবে। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেন, দ্রুত গতিতে আর্থিক উন্নয়ন করে ভারত সরকার দেশ থেকে দারিদ্রতা মেটাতে পারবে। এর সাথে সাথে সরকার স্বাস্থ আর শিক্ষাতে বেশি বিনিয়োগ করতে পারবে। এশিয়ার তৃতীয় ব্রিহত্তম আর্থিক অবস্থার দেশ ভারতে মন্দার প্রভাব দেখা দিয়েছে, আর বিগত কয়েকদিনে বেশ কিছু সেক্টর নিম্নমুখী। দেশের আর্থিক মন্দার সময় বিল গেটস এর এই কথা অনেক গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিল গেটস বলেন, বর্তমানে কি হচ্ছে সেটা নিয়ে আমি বেশি কিছু জানিনা। কিন্তু আমি এটা বলতে পারি যে, আগামী দশক নিশ্চিত রুপে ভারতের হবে। আগামী দশকে ভারতীয় অর্থব্যাবস্থা দ্রুত গতিতে উন্নয় করবে। দ্রুত গতিতে উন্নয়ন করার মতো ক্ষমতা ভারতের কাছে আছে। উনি বলেন, এই কথা শুধু আমি না, সবাই বলবে আর মানবে। উনি ভারতের আধার পরিচয় পত্রের সিস্টেম, আর্থ...

পিঁয়াজের সঙ্কটে ভুগছে গোটা বাংলাদেশ, সেই কারণে খাওয়া ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Image
ঢাকাঃ  ভারতের অনেক জায়গায় পেঁয়াজের দাম মানুষের চোখ দিয়ে জল বের করে দিয়েছে। বর্তমানে দেশে এখন পিঁয়াজের দাম ৬০ থেকে ৭০ টাকা কেজি হয়েছে। আর ভারতের প্রতিবেশী দের বাংলাদেশেও পিঁয়াজের দাম বেশ বেড়ে গেছে। বাংলাদেশের পিঁয়াজের দাম এতটাই বেড়ে গেছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) নিজের মেনু থেকে পিঁয়াজ বাদ দিয়ে দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছে। পিঁয়াজের সঙ্কট মেটানোর জন্য উনি হাওয়াই মার্গে পিঁয়াজ আমদানি করতে চাইছেন। Ei samay বাংলাদেশের পিঁয়াজের দাম বৃদ্ধির প্রধান কারণ হল ভারত। আমাদের দেশে পিঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশ পাকিস্তান সহ সমস্ত দেশেই পিঁয়াজ রপ্তানি বন্ধ করার আদেশ দিয়েছিল কেন্দ্র সরকার। ভারতে অতি বৃষ্টির কারণে পিঁয়াজের ফসল খারাপ হয়ে যায়। আর সেই কারণে সেপ্টেম্বর মাস থেকে ভারত অন্য দেশে পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার রবিবার জানান, আকাশ পথে বাংলাদেশের পিঁয়াজ আনা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছেন। শনিবার প্রধানমন্ত্রীর আবাসে বিভিন্ন রকম ব্যাঞ্...

আমেরিকা এখন যেটা করতে চাইছে, সেটা আমরা পাঁচ বছর আগে দিল্লীতে করে দিয়েছিঃ কেজরীবাল

Image
নয়া দিল্লীঃ  আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বর্ণি স্যান্ডার্স (Bernie Sanders) কিছুদিন আগেই ট্যুইট করে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন eisamay । ওই প্রতিশ্রুতিতে দুর্ঘটনা বিমা এর স্বাস্থ সম্বন্ধীয় খরচের উল্লেখ ছিল। বর্ণি স্যান্ডার্স ওই ট্যুইটের পর দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) ট্যুইট করে বলেন, আমেরিকার দল গুলো প্রতিশ্রুতি দিচ্ছে যে, তাঁরা যদি ক্ষমতায় আসে তাহলে এই কাজ গুলো সম্পূর্ণ করবে। আমরা সেই সব কাজ দিল্লীতে গত পাঁচ বছরে আমেরিকার (America) আগেই করে ফেলেছি। No one should struggle to pay bills because they got in an accident. No one should sell their house because they got cancer. No one with chronic illness should be in debt their whole life. We're going to eliminate all past-due medical debt and guarantee health care to all. — Bernie Sanders (@BernieSanders)  November 16, 2019 অরবিন্দ কেজরীবালের কথা অনুযায়ী, কোন দুর্ঘটনা গ্রস্ত ব্যাক্তিকে হাসপাতালের বিল শোধ করা জন্য চিন্তা করতে হবেনা। ক্যান্সারের চিকিৎসা করার জন্য আর ...

মোঘলদের দেওয়া আগ্রা নাম পালটে ‘আগ্রাবান” করতে চলেছে যোগী সরকার

Image
লখনউঃ  যোগী আদিত্যনাথ এর আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, anandabazar patrika today মোঘলদের দেওয়া নাম তিনি পাল্টাবেন। তিনি সংসদ থাকাকালীন বলেছিলেন যে, মোঘলরা রাজত্ব করার সময় হিন্দু জায়গা গুলোর নাম পাল্টে মুসলিম নামে রেখেছিল। আর আই সেই জায়গা গুলোর নাম এবার পরিবর্তন করা উচিত। এটাই প্রথম না যে, যোগী সরকার নাম পরিবর্তন করতে চাইছে। ক্ষমতায় আসার পর এর আগেও বেশ কয়েকবার রাজ্যের কয়েকটি যায়গার নাম পাল্টেছে যোগী সরকার। এবার যোগীর টার্গেট বিশ্ব বিখ্যাত তাজমহলের শহর আগ্রা। যোগী সরকার এবার আগ্রার নাম পালটে ‘আগ্রাবান” করতে চলেছে। এই বিষয়ে আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে যোগী সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথা অনুযায়ী, আগ্রা শহরের ঐতিহাসিক দিক গুলো খতিয়ে দেখছে বিশেষজ্ঞরা। আগ্রা নাম হওয়ার পিছনে মোঘল সম্রাটের কোন হাত ছিল কিনা? এর আগে ওই শহরের কোন হিন্দু নাম ছিল কীনা? এসবের পিছনে সম্পূর্ণ ইতিহাস জানার জন্য অধ্যাপকেরা গবেষণা চালাচ্ছে। সুত্রের খব অনুযায়ী, অনেকেরই বিশ্বাস যে আগ্রাবান নাম পালটে মোঘলরা আগ্রা নাম করেছিল। মোঘল সাম্রাজ্যের দেওয়া এই নাম পালটে আবার পুরনো নাম ফেরত দিতে চাইছে...

ভারতের বড় কোম্পানির CEO করলেন মোদী সরকারের প্রশংসা, আর্থিক অবস্থা নিয়ে দিলেন বড় বয়ান anandabazar patrika

Image
নয়া দিল্লীঃ  আর্থিক অবস্থা মন্দার (Economic Slowdown) সঙ্কেতের মধ্যে টাটা স্টিল (Tata Steel) এর প্রধান কার্যকারী আধিকারিক anandabazar patrika এবং প্রবন্ধ নির্দেশক টি ভি নরেন্দ্রন (TV Narendran) বড় বয়ান দিলেন। উনি বলেন, আর্থিক অবস্থার উন্নতির জন্য সরকার দ্বারা নেওয়া কিছু পদক্ষেপের প্রভাব দেখা যাচ্ছে। উনি বলেন, অটো সেক্টরে (Auto Sector) কিছুটা মন্দা আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রের অবস্থা স্বাভাবিক।   TV Narendran উল্লেখনীয়, অটো সেক্টরে বিগত কয়েকমাস ধরেই মন্দা দেখা দিয়েছে। গাড়ি বিক্রি বিগত কয়েক মাসে অনেক কমেছে। কিন্তু অক্টোবর মাসে একটু ভালো চিত্র দেখা গেছে অটো সেক্টরে। টাটা স্টিলের তরফ থেকে আয়োজিত অনুষ্ঠানে টি ভি নরেন্দ্রনকে আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে উনি বলেন, দেশের আর্থিক অবস্থা স্বাভাবিক আছে। সরকার পদক্ষেপ নিয়েছে। যদিও উনি বলেন, অটো সেক্টরে সামান্য খারাপ অবস্থা চলছে। কিন্তু অন্যত্র সব ঠিক আছে। প্রসঙ্গত, অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন মন্দা শেষ করতে অনেক কয়েকটি বড় ঘোষণা করেছেন। কর্পোরেট করে অনেক ছাড় দেওয়া হয়েছে। বড় ব্যাংক গঠনের জন্য কয়েকটি ব্যাঙ্কের বিলয় এবং এনবিএফসি খাতে ...

ইউ টার্ন নিয়ে শরদ পাওয়া বললেন, বিজেপি-শিবসেনা জোট করে লড়েছে, এবার ওঁরা নিজেদের রাস্তা বেছে নিক

Image
নয়া দিল্লীঃ  কংগ্রেসের সভাপতি সনিয়া গান্ধীর সাথে সাক্ষাৎ করার আগে রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টির (NCP) প্রধান শরদ (Sharad Pawar) পাওয়ার anandabazar সোমবারে শিবসেনার সাথে জোট নিয়ে ইউ টার্ন নিয়ে বলেন, ভারতীয় জনতা পার্টি আর শিবসেনা একসাথে নির্বাচনে লড়েছে, আর এবার তাঁরা নিজের রাস্তা নিজেরাই বেছে নেবে। সংসদে মিডিয়ার সাথে কথা বলার সময় পাওয়ার বলেন, ‘বিজেপি – শিবসেনা একসাথে নির্বাচনে লড়েছে। আর আমরা কংগ্রেসকে সাথে নিয়ে লড়েছি। ওঁরা নিজেদের রাস্তা বেছে নিক, আর আমরা নিজেদের মতো রাজনীতি করব।” Sharad Pawar, Nationalist Congress Party (NCP): BJP-Shiv Sena fought together, we (NCP) and Congress fought together. They have to choose their path and we will do our politics.  #Maharashtra   pic.twitter.com/8RmvFVVnPw — ANI (@ANI)  November 18, 2019 উনি এও বলেন যে, মহারাষ্ট্রের আগামী রণনীতির জন্য উনি আজ সনিয়া গান্ধীর সাথে সাক্ষাৎ করবেন। কংগ্রেস সুত্র অনুযায়ী, বৈঠকে জোটের দুই দলের মধ্যে মহারাষ্ট্রে আগামী পদক্ষেপ আর বিচারধারার বিপরীতে দাঁড়িয়ে থাকা শিবসেনার সাথে জোট করা নিয়ে চর্চা হবে। মহারাষ্...

Video:টিভি বিতর্কে মহিলা গেস্ট এর সাথে মারপিট করলেন মৌলানা!! সমর্থনে এগিয়ে মারপিট করলেন সিপিএম নেতা।

Image
গতকাল জী হিন্দুস্থান চ্যানেলে তিন তালাক সংক্রান্ত ডিবেট চলাকালীন এক মুসলিম ধর্মগুরু মৌলানা কাশিম এক মহিলা গেস্ট এর উপর আক্রমণ করে বসেন। এই মৌলানা বিতর্কের প্রথম দিক থেকেই ষ্টুডিওতে উপস্থিত দুই মহিলার সাথে জগন্য ব্যাবহার করেন এবং ব্যাক্তিগত আক্রমণ করেন। প্রথমে এই ভিডিও দেখুন- মৌলানা ডিবেটে তিন তালাক ও হালালার মতো কুপ্রথার সমর্থন করছিলেন এবং মহিলাদের সাথে বাজে ব্যবহার করছিলেন। বিতর্কে মৌলানা মহিলাদের গালাগালি করেন তারপর তাদের কাঁদান এবং তারপর অথিতি মহিলার সাথে মারপিট করেন। ভিডিও দেখুন- তবে এখানেই ঘটনা থামেনি, মৌলানা মারপিট করার পর উনার সমর্থনে এগিয়ে আসেন এক সিপিএম নেতা। আসলে সিপিএম নেতা আমির হায়দার জেদি জী হিন্দুস্থান এর ষ্টুডিওতে উপস্থিত ছিলেন যিনি মৌলানা কাশিমেরে সমর্থনে বেরিয়ে আসেন এবং তিনিও মারপিট করার অবস্থায় চলে আসেন। সিপিএম এর সমর্থন- 24 Ghanta