অরুন জেটলি রাহুলকে দিলেন এমন কড়া যোগ্য জবাব, যে শোনার পর বিরোধীরা পুরো চুপ ! দেখুন সেই ভিডিও


সনিয়া গাঁধীর পাল্টা জবাব দিলেন অরুণ জেটলি।গুজরাতের ভোটের আগে বিরোধীরা যাতে মোদী সরকারের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলতে না পারে, সে জন্যই আজেবাজে কারণ দেখিয়ে সরকার সংসদের অধিবেশন এড়িয়ে যেতে চাইছে বলে অভিযোগ এনেছেন সনিয়া। এই আক্রমণের মুখে কংগ্রেসের অতীতকে টেনে এনেই আজ পাল্টা তোপ দাগলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জেটলি। তাঁর দাবি, ভোটের আগে সংসদের অধিবেশন বসার দিন এদিকওদিক করার ব্যাপারটা আগে অনেকবারই ঘটেছে।সাধারণ ভাবে সংসদের শীতকালীন অধিবেশন বসে নভেম্বরের তৃতীয় সপ্তাহে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলতে থাকে অধিবেশন। এ বার এই সময়টাতেই এসে গিয়েছে ভোট। গুজরাতের বিধানসভা ভোট দুটি পর্বে, ডিসেম্বরের ৯ ও ১৪ তারিখে। সূত্রের খবর, সরকার সংসদের শীতকালীন অধিবেশনের দিন কাঁটছাট করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দশ দিনের জন্য অধিবেশন বসাতে চলেছে। ভোটের আগে এ ভাবে সংসদকে পাশ কাটানোর উদ্যোগ নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা।
তবে জেটলি এ দিন দাবি করেন, ভোটের সময়ে সংসদের অধিবেশন যাতে না বসে, বিভিন্ন সময়ে সেই উদ্যোগ কংগ্রেসও নিয়েছে। ২০১১ সালে সনিয়া গাঁধীর দল যখন ক্ষমতায়, তখনই এমন ঘটনা ঘটেছিল। তখন যুক্তি দেওয়া হয়েছিল, সংসদ চললে ভোটের প্রচারে অসুবিধা হবে। সাংবাদিকদের কাছে জেটলি দাবি করেন, এ বার সংসদের অধিবেশনে কংগ্রেসের চরিত্রকে মানুষের সামনে তুলে ধরা হবে। কারণ, ‘‘দশ বছর ধরে এ দেশে সব থেকে দুর্নীতিগ্রস্থ সরকার ছিল কংগ্রেসের। আর নরেন্দ্র মোদীর সরকার সব থেকে সৎ। সত্যিকে জোর করে মিথ্যা হিসেবে তুলে ধরতে চাইলেই তা মিথ্যা হয়ে যায় না,


দেখুন সেই ভিডিওটি

                               
                                   






Comments

Popular posts from this blog

latest bengali news

today india news

Big Breaking আজ রাহুল গান্ধী নিজেই প্রমান করে দিলেন তিনি হিন্দু নয়, সত্য তথ্যটি জানলে চমকে যাবেন..