মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যাকান্দের প্রতিবাদে সুষমা স্বরাজ এর হুঙ্কার যা অতান্কাবাদী দের ফেলবে দুশ্চিন্তায়।


বিদেশের মাওবাদী মন্ত্রী সুষমা স্বরাজ রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটে হত্যার অভিযোগে একজন শিখ ছেলে পরিবারের সবাইকে সহায়তা ও সহায়তার আশ্বাস দেন।
খবর অনুযায়ী, ওয়াশিংটন স্টেটে তার সহপাঠী 14 বছর বয়েসী শিখ ছেলেকে আঘাত করে মারধর করে। তার বাবা অভিযোগ করেন যে তার ছেলেকে লক্ষ্যবস্তু করা হয় কারণ তিনি ভারতীয় বংশোদ্ভূত। "সানফ্রান্সিসকোতে আমাদের কনস্যুলেট থেকে আমি রিপোর্টটি পেয়েছি। আমাদের দূতাবাস কমিউনিটি নেতাদের সাথে যোগাযোগে রয়েছে এবং স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। আমরা পরিবারের সকল শুভাকাঙ্ক্ষী হিসাবে সমস্ত সাহায্য ও সহায়তা দেব", বলেছেন স্বরাজ।

Comments

Popular posts from this blog

বিনা অনুমতিতে CAA বিরোধী প্রদর্শন করছিল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর! হায়দ্রাবাদ পুলিশ করলো গ্রেফতার

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

GST ব্যপারে মোদীজির সম্পর্কে বিশ্বব্যাঙ্ক প্রধান যা বললেন শুনলে চমকে যাবেন।