তাজমহলের পর এবার জামা মসজিদ নিয়ে শুরু বিতর্ক।জামা মসজিদ না যমুনা মন্দির ! কি বললেন বিজেপি নেতা ?
জামা মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার।তিনি বলেন, মোঘল সম্রাটরা প্রায় ৬০০০ ঐতিহাসিক সৌধ ভেঙে গুড়িয়ে দেন যার মধ্যে ছিল অনেক মন্দিরও।' উনার মতে দিল্লির জামা মসজিদ আসলে ছিল যমুনা দেবীর মন্দির এবং তাজ মহল ছিল তোজো মহালয়া।তিনি আরও বলেছেন, মুসলিমরা দেশের বহু ঐতিহ্যশালী মন্দির,ইমারত ভেঙে ফেলেছে। তার মধ্যে হিন্দুরা রাম জন্মভূমি বা শ্রী কৃষ্ণের জন্মভূমি মুথুরার মতো কিছু জায়গাকে বাঁচিয়ে রাখতে পেরেছিল।
source


Comments
Post a Comment