জিগনেশ মোদীজিকে নিয়ে এমন কথা বললেন যাতে মোদীভক্তরা রেগে লাল..

কংগ্রেস সমর্থনকারী গুজরাটের নির্দলীয় বিধায়ক জিগনেশ মেবানী প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকে ব্যাক্তিগত আক্রমণ করে উনাকে অপমান করেন।এক ইংরাজি নিউস চ্যানেলের ইন্টারভিউতে তিনি গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির ১০০ থেকে কম আসন পাওয়া নিয়ে কথা তুলেন এবং সেখানে তিনি প্রধানমন্ত্রীকে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা বলেন।এমনকি প্রধানমন্ত্রীর ৫৬ ইঞ্চি বুকের ছাতি এই নিয়েও জিগনেশ আক্রমণ করেন।জিগনেশ বলেন গুজরাটে বিজেপির ১৫০ টি আসন আসেনি তাই প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর হিমালয়ে চলে যাওয়া উচিত।এই সব মন্তব্য করার পর ক্ষোপে ফেটে পড়ে মোদীজির ভক্তরা।অনেক বলেছেন জিগনেশ নিজে মানুষের মন জয় করতে পারছেনা বলে বোকার মতো মোদীজিকে আক্রমণ করছে।সোশ্যাল মিডিয়াতেও পাতিবাদের ঝড় উঠে,অনেকের দাবি মোদীজি একটা মধ্যবিত্ত পরিবার থেকে তাই উনাকে নিয়ে কংগ্রেস থেকে নির্দল সবাই কটাক্ষ করে।যদিও জিগনেশ বলেছেন উনি নিজের মন্তব্য থেকে দূরে সরবেন না।

Comments

Popular posts from this blog

বিনা অনুমতিতে CAA বিরোধী প্রদর্শন করছিল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর! হায়দ্রাবাদ পুলিশ করলো গ্রেফতার

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

GST ব্যপারে মোদীজির সম্পর্কে বিশ্বব্যাঙ্ক প্রধান যা বললেন শুনলে চমকে যাবেন।