বাবুল সুপ্রিয় রাজ্য সরকারের রেশন নীতি নিয়ে ফাঁস করলেন এমন এক তথ্য জানলে আপনিও চমকে যাবেন !

আসানসোলের এমপি বাবুল সুপ্রিয়  অনেক বার মমতা ব্যানার্জির সরকারকে আক্রমণ করেছেন রাজ্যের দুর্নীতি নিয়ে। আসানসোলে কেন্দ্রের তৈরী রাস্তা ও পানাগড়ে কেন্দ্রের তৈরী বাইপাস তৃণমূল নিজেদের নাম নিয়ে উদ্বোধন করা নিয়েও তিনি অনেকবার টুইট করে প্রতিবাদ জানিয়েছিলেন।বর্তমানে তিনি আবারও রাজ্যসরকারকে আক্রমণ করলেন কেন্দ্রর কাজ নিজেদের নামে চালানো রেশন দুর্নীতির জন্য।আসলে বাবুল এক প্রেস কনফারেন্সএ জানান,রাজ্য সরকার প্রতিনিয়ত মানুষদের ২ টাকা কিলো চাল দিচ্ছি বলে মিথ্যা রটাচ্ছে।তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের মানুষদের যে চাল দেওয়া হয় সেটার আসল মূল্য ৩৩ টাকা প্রতি কিলো।এই ৩৩ টাকার মধ্যে কেন্দ্র সরকার দেয় ২৯ টাকা ৬৭ পয়সা প্রতি কিলোতে।অর্থাৎ রাজ্য দিচ্ছে মাত্র ১ টাকা আর বাকি ২ টাকা দিচ্ছে সাধারণ মানুষ কেনার সময়।'তিনি আরো বলেন,২ টাকা চাল মমতা ব্যানার্জি দিচ্ছেন এটা তো মিথ্যা কথা, একই সাথে রাজ্য সরকার নিজে দিচ্ছে ১ টাকা আর মানুষের কাছে নিচ্ছে ২ টাকা।বাবু সুপ্রিয় বলেন এই ভাবে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ঠকাচ্ছে কিন্তু মানুষ এর টেরও পাচ্ছে না।

Comments

Popular posts from this blog

বিনা অনুমতিতে CAA বিরোধী প্রদর্শন করছিল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর! হায়দ্রাবাদ পুলিশ করলো গ্রেফতার

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

GST ব্যপারে মোদীজির সম্পর্কে বিশ্বব্যাঙ্ক প্রধান যা বললেন শুনলে চমকে যাবেন।