পশুখাদ্য কেলেঙ্কারী মামলায় শেষ পর্জন্ত সাজা ঘোষণা হলো লালুর বিরূদ্ধে।জানেন কি সাজা হলো লালু প্রসাদ যাদবের?

প্রায় ২২ বছর আগের পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজা ঘোষণা করলো রাঁচির সিবিআই আদালত।পর পর তিন দিন সাজা ঘোষণা পিছিয়ে যাওয়ার পর অবশেষে লালুপ্রসাদ যাদব সহ বাকিদের বিরুদ্ধে সাজা শোনালো আদালত।পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদের ৩ বছর জেল এবং ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।রাঁচির বীরসামুন্ডা সংশোধনাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধমে এই সাজা শোনানো হয়েছে।যদিও এখনো পশুখাদ্য মামলায় আরো ৩ তিনটি ট্রায়াল চলছে।লালু সহ মোট ১৫ জনের বিরুদ্ধে  ১৯৯১ থেকে ১৯৯৪ এর মধ্যে দেওঘরএর বিশেষ ট্রেজারি থেকে ৮৯.২৭ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ প্রমাণিত হয়েছে।সেই ভিত্তিতেই লালুকে সাজা দিলো আদালত। এর আগে আদালতে লালুর আইনজীবি তার মক্কেলের বয়সের কথা মাথায় রেখে আদালতের কাছে নূন্যতম সাজার আবেদন করেন।
24 ghanta

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

বিনা অনুমতিতে CAA বিরোধী প্রদর্শন করছিল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর! হায়দ্রাবাদ পুলিশ করলো গ্রেফতার

GST ব্যপারে মোদীজির সম্পর্কে বিশ্বব্যাঙ্ক প্রধান যা বললেন শুনলে চমকে যাবেন।