জিহাদি কট্টরপন্থীদের জেরে পোস্ট ডিলিট করতে বাধ্য হলে শামী ,কারণ জানলে অবাক হবেন।

কিছুদিন আগেই বড় দিন উৎসব পালনের জন্য মোহম্মদ কাইফকে কট্টর মৌলবাদীদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল।এবারও নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য কট্টর পন্থীদের রোষের মুখে পড়তে হলো মোহম্মদ শামিকে।বর্তমানে দেশের মানুষ নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানানোর জন্য বেছে নেন সোশ্যাল মিডিয়াকে।সব সাধারণ মানুষের মতোই মোহম্মদ শামিও নববর্ষের শুভেচ্ছা জানাতে পোস্ট করেছিলেন টুইটারে ।কিন্তু পোস্ট করা মাত্র মৌলবাদীদের চাপে পড়ে পোস্ট ডিলেট করতে বাধ্য হন মোহম্মদ শামি।মোহম্মদ শামির যে ছবি পোস্ট করেছিলেন তাতে শিবলিঙ্গের উপর সুন্দর ভাবে ফুল দিয়ে সাজিয়ে ২০১৮ লেখা ছিল।
যা দেখে রোষে ফেটে পড়েন কট্টর মুসলিম মৌলবাদীরা।ফইজল খান নামে এক ব্যাক্তি বলেন,'নতুন বছরের শুভেচ্ছা দিলেন ঠিক আছে,তাই বলে শিবলিঙ্গকেও নিজেদের করে নিলেন।'ইনাম পাঠান নামের এক ব্যাক্তি টুইট করে খুব বাজে ভাষায় কটাক্ষ করেন মোহম্মদ শামিকে।শেষ পর্যন্ত চাপে পড়ে পোস্ট ডিলেট করতে বাধ্য হন তিনি।মনুষ্যত্বকে ধর্মের উপরে রেখে নিজের মনোভাব প্রকাশ করেছিলেন উদার মোহম্মদ শামি।কিন্তু তাঁর এই উদারতার জন্য যে এইভাবে তাকে হেনস্থা হতে হবে, তা কখনোই ভাবেননি মোহম্মদ শামি।

Comments

Popular posts from this blog

বিনা অনুমতিতে CAA বিরোধী প্রদর্শন করছিল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর! হায়দ্রাবাদ পুলিশ করলো গ্রেফতার

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

GST ব্যপারে মোদীজির সম্পর্কে বিশ্বব্যাঙ্ক প্রধান যা বললেন শুনলে চমকে যাবেন।