রাস্তা আটক করে দাঁড়িয়ে থাকায় জুতো পেটা খেলেন তৃণমূল নেতার পুত্র।দেখুন ভিডিও।

হাসপাতাল ঢোকার মুখে ব্যাপক যানজট আর সেই রাস্তাতেই বাইক দাঁড় করিয়ে রংবাজ করছিলেন এক যুবক।টোটোতে করে মরণাপন্ন রোগীকে নিয়ে হাসপাতাল আসছিলেন এক মহিলা।কিন্তু ঘিঞ্জি রাস্তা আর তার মধ্যে ওই যুবক রাস্তা আটকে রাখায় মেজাজ গরম হয় ওই মহিলার।বার বার বলা সত্ত্বেও বাইক সরাইনি ওই যুবক।রাস্তায় বাড়তে থাকে যানজট।শেষ পর্যন্ত ওই রোগীর আত্মীয় মহিলা টোটোতে নেমে লাথি মারেন ওই যুবকের বাইকে। আর তারপর নিজের পায়ের জুতো খুলে পেটায় ওই যুবককে।ঘটনাটি ঘটেছে আরামবাগ বাসস্ট্যান্ড থেকে হাসপাতাল যাওয়ার পথে।পরে ওই মুমূর্ষ রোগীকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।ওখানে থাকা লোকেদের দাবি,সেখ লাল নামের ওই যুবক রাস্তায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ খোসগল্প করছিলেন।তাঁকে বাইকে সরিয়ে দাঁড়াতে বললেও শোনে না সে।এইদিকে টোটোয় থাকা রোগীর অবস্থা ছিল খুবই খারাপ।তাই রোগীর আত্মীয় রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে জুতো পেটা করে শেখ লালকে।দেখুন সেই ভিডিও-



Comments

Popular posts from this blog

রোহিঙ্গা মুসলিমদের গ্রেফতার করে বিতাড়িত করা হবে, জানাল কেন্দ্র

GST ব্যপারে মোদীজির সম্পর্কে বিশ্বব্যাঙ্ক প্রধান যা বললেন শুনলে চমকে যাবেন।

Breaking News: ভোর-রাতে বড় সাফল্য ভারতীয় সেনাবাহিনী - Supravat.in