দুর্গাপুর মিষ্টি উৎসব।জেনেনিন কি কি থাকছে এই উৎসবে।

শুক্রবার দুর্গাপুরে গান্ধী মোড় সার্কাস ময়দানে প্রতিবছরের মতো এই বছরও মিষ্টি উৎসবের সূচনা হয়েছে।শিল্পশহরে এই মিষ্টি উৎসব খুবই জনপ্রিয়।শুধু শিল্পশহরের মানুষই নয়,বাইরের শহর থেকেও প্রচুর মানুষ এসে ভিড় জমান এই বিশেষ মিষ্টি উৎসব। ৫ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে বলে জানা গিয়েছে।গীতাঞ্জলি নামের একটি সঙ্গস্কৃতিক সংস্থা এই মেলা আয়োজন করেছে।রাজ্যের বিভিন্ন প্রান্তের মিষ্টান্ন বিক্রেতারা নানান মিষ্টির সম্ভার নিয়ে হাজির হয়েছেন দুর্গাপুরের এই সুন্দর মেলায়।কৃষ্ণনগরের সরপুরিয়া,বেলিয়াতরের মেচা ,জয়নগরের মোয়া,বর্ধমানের সীতাভোগ, মিহিদানা,বড়জোড়ার মন্ডা,চন্দননগরের জলভরা সহ নানান মিষ্টান্ন নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা।শুধু বাইরের বিক্রেতারাই নয়,প্রতিবেশি শহর আসানসোল,রাণীগঞ্জ,চিত্তরঞ্জনের নামী মিষ্টান্ন বিক্রেতারাও থাকছেন এই মেলায়।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নানা রকম পিঠেপুলি নিয়ে হাজির হয়েছেন দুর্গাপুরের এই মিষ্টি উৎসবে।শুধু মিষ্টি দেখা বা খাওয়া নয়।
একই সাথে সন্ধে বেলা আগত মানুষদের মনোরঞ্জনের জন্য থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠান।এই উৎসবের আইয়োজনকারী গীতাঞ্জলি সংস্থা জানিয়েছে, শিল্পনগরীর মানুষের থেকে খুব ভালো সাড়া পাওয়া যায় এই মেলায়।তাছাড়া বিভিন্ন জেলার নামীদামি মিষ্টি কেউই হাতছাড়া করতে চান না আর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলে তো   দারুন ব্যাপার।

Comments

Popular posts from this blog

বিনা অনুমতিতে CAA বিরোধী প্রদর্শন করছিল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর! হায়দ্রাবাদ পুলিশ করলো গ্রেফতার

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

GST ব্যপারে মোদীজির সম্পর্কে বিশ্বব্যাঙ্ক প্রধান যা বললেন শুনলে চমকে যাবেন।