৭০ বছরের অসম্ভবকে সম্ভব করে দেখালেন প্রধানমন্ত্রী মোদী তারপর জানুন..
পুরুষ সফরসঙ্গী ছাড়াই হজযাত্রা করতে পারবেন মহিলারা।রেডিওয় ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন প্রথম বার যখন শুনলাম পুরুষ অভিভাবক ছাড়া মুসলিম মহিলারা হজ যাত্রায় যেতে পারেন না ভাবলাম, এটা কী করে হতে পারে?
এই অরাজকতা কেন এখুনও ? খতিয়ে দেখলাম, স্বাধীনতার সত্তর বছর পরেও আমরাই এই নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছি। অনেক ইসলামিক দেশেও এই নিয়ম নেই।’’ এর পরেই মোদীর সংযোজন, ‘‘সাধারণত লটারির মাধ্যমে বাছা হয় যাত্রীদের। সংখ্যালঘু মন্ত্রককে আমি সুনিশ্চিত করতে বলেছি, যে মহিলারা পুরুষ অভিভাবক ছাড়া যাওয়ার আবেদন করেছেন, তাঁদের যেন বিশেষ শ্রেণিতে ফেলে হজে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়।’’৭০ বছর ধরে চলে আসা নিয়ম তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রুষ সফরসঙ্গী ছাড়া মহিলারা হজে যেতে পারতেন না। স্বাধীনতার পর থেকে এই নিয়ম চলে আসছিল। মুসলিম মহিলাদের সঙ্গে অন্যায় হচ্ছিল। ওই নিয়ম আমরা বদলে দিয়েছি। আমার সরকারের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রক এব্যাপারে নজর দেয়। বহু ইসলামিক দেশেই এই নিয়ম নেই।আবারও এক বড় কদম নিল মোদী চিন্তায় এখুন আবার বিরোধীরা।
Comments
Post a Comment