এ কেমন অক্ষয়, না দেখলে চিনতেই পারবেন না!!


প্যাডম্যান এর শুটিং শেষ করেছেন খিলাড়ি বস,সিনেমার শুটিং শেষ করে বর্তমানে প্যাডম্যান-এর প্রমোশনে ব্যস্ত অক্ষয় কুমার।তাকে এক নতুন লুকে দেখা গেল যা আগে দেখা যায়নি, অক্ষয় কুমারকে বলিউডে এক আলাদা দরজা দিয়েছে তার কর্ম। তার কর্ম সমসময় তার সমর্থকদের উত্সাহিত করে।

পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্যই অক্ষয় কুমার নেড়া হয়েছেন বলে মনে করছে বি টাউনের একাংশ।তবে গোল্ড এবং প্যাডম্যান-এর শুটিং শেষ করে নতুন বছর শুরু আগে দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে যান অক্ষয় কুমার।প্যাডম্যান-এর প্রমোশনে যেখানেই হাজির হচ্ছেন অক্ষয়, সেখানেই দেখা যাচ্ছে বলিউড খিলাড়ির মাথায় চুল নেই। আচমকা কেন নেড়া হয়ে গেলেন আক্কি, তা কিন্তু খোলসা করে কিছু জানাননি। 



Comments

Popular posts from this blog

বিনা অনুমতিতে CAA বিরোধী প্রদর্শন করছিল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর! হায়দ্রাবাদ পুলিশ করলো গ্রেফতার

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

GST ব্যপারে মোদীজির সম্পর্কে বিশ্বব্যাঙ্ক প্রধান যা বললেন শুনলে চমকে যাবেন।