আরএসএসের (RSS) সভা আটকাতে গিয়ে ফের হোচট খেলো রাজ্য সরকার,দেখুন এই চাঞ্চলকর তথ্যটি..

কোনও কারণ না থাকা সত্তেও হাওড়ার আন্দুল রাজবাড়ির মাঠে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস) কে যোগ অনুষ্ঠান করার আবেদন বাতিল করে দিয়েছিল রাজ্য পুলিশ। এর প্রতিবাদে সঞ্জয় বসু ও উৎপল সানি নামে আরএসএসের দুই কর্তা হাইকোর্টে মামলা করেন। তাঁদের আইনজীবী সপ্তাংশু বসু ও অরিজিৎ বক্সী সকালে অভিযোগ করেন, একই জায়গায় অন্য দলকে সভা করার অনুমতি দিয়েছে পুলিশ।

কিন্তু কিন্তু কেন অনুষ্ঠান করতে দেওয়া হবে না,রাজনৈতিক মহলের কাছে এটা একটি রাজনৈতিক মতভেদ ও হতে পারে,বিচারপতি বসাক অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদারকে নির্দেশ দেন, প্রশাসনের বক্তব্য এ দিনই জানাতে হবে।বেলা ২টোয় মামলাটি ফের ওঠে। অভ্রতোষবাবু আদালতে জানান, আধ ঘণ্টার ব্যবধানে দু’টি অনুষ্ঠান। দুই সভাস্থলের দূরত্ব ২০০ মিটারের বেশি নয়। দু’টি ক্ষেত্রেই মাইকের ব্যবহার হবে। আইনশৃঙ্খলার প্রশ্ন রয়েছে।বিচারপতি জানতে চান, যোগ প্রশিক্ষণে কত লোক হবে? সপ্তাংশুবাবু জানান, হাজার দুয়েক। সরকারি কৌঁসুলি জানান, হাজারখানেক। বিচারপতি বলেন, পুলিশের পক্ষে ওই সংখ্যক লোক সামলানো কঠিন নয়। গত বছর ১৪ জানুয়ারি ব্রিগেডে সভা করার কথা ছিল আরএসএস-প্রধান মোহন ভাগবতের। কিন্তু পুলিশ তাতে বাধা দেয়। তখনও হাইকোর্টের দ্বারস্থ হয়ে বিচারপতির অনুমতি নিয়েই নির্ধারিত দিনে ব্রিগেডে সভা করে আরএসএস।

Comments

Popular posts from this blog

বিনা অনুমতিতে CAA বিরোধী প্রদর্শন করছিল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর! হায়দ্রাবাদ পুলিশ করলো গ্রেফতার

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

GST ব্যপারে মোদীজির সম্পর্কে বিশ্বব্যাঙ্ক প্রধান যা বললেন শুনলে চমকে যাবেন।