দেখুন কিভাবে কংগ্রেস শাসিত রাজ্যেই কালো পতাকার সামনে পড়তে হলো রাহুলকে..



এক নির্বাচন বৈঠকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রচারে কর্ণাটক সফরে আসেন। তিনি কর্ণাটকে বিভিন্ন জায়গায় যান,আর ঠিক সেইসময় কর্ণাটকের সিন্ধাপুরে রাহুল গান্ধীকে কালো পতাকা দেখানো হয়। গুজরাটের পর এবার কর্ণাটকে ও মন্দির গুলিতেও যাচ্ছে রাহুল,রাহুল গান্ধী, রাস্তায় অনেক যায়গায় বাস থামিয়ে কংগ্রেস কর্মীদের সাথে দেখা করেন রাহুল গান্ধী এবং তার সাথে মুখ্যমন্ত্রী সিদ্ধারা মাইয়া রাজ্য পার্টি অধ্যক্ষ পরমেশ্বর এবং রাজ্য বিদ্যুৎ মন্ত্রী ডিকে শিবকুমার উপস্থিত ছিলেন।এত ব্যবস্তা থাকার পরও রাহুলকে কালো পতাকার সামনে হতে হলো।যদিও পরে পুলিস বল দিয়ে তা সরানো হয়।

Comments

Popular posts from this blog

বিনা অনুমতিতে CAA বিরোধী প্রদর্শন করছিল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর! হায়দ্রাবাদ পুলিশ করলো গ্রেফতার

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

GST ব্যপারে মোদীজির সম্পর্কে বিশ্বব্যাঙ্ক প্রধান যা বললেন শুনলে চমকে যাবেন।