মোদী সরকারের এক বড় সিধান্ত এবার ১৫ হাজার কোটি টাকার অস্ত্র পাবে ৩ সেনাবাহিনী। আরো জানতে ক্লিক করুন..


এই প্রথম এমন বড় সিধান্ত নিল ভারত সরকার।প্রতিরক্ষা মন্ত্রক অস্ত্রশস্ত্র কিনতে ১৫ হাজার কোটি টাকারও বেশি খরচের সিদ্ধান্ত নিল, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের বক্তব্য, আজকের সিদ্ধান্তের অর্থ, এই সব অস্ত্রের প্রয়োজন যে রয়েছে, তা মেনে নেওয়া।


কেনার আসল প্রক্রিয়া শুরু হতে ২ থেকে ৫ বছর সময় লেগে যাবে।৯৮২ কোটি টাকা খরচ করে সেনা ও বায়ুসেনাকে দেওয়া হবে ৫,৭১৯টি স্নাইপার রাইফেল জন্য।প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে কেনা হবে ৭ লক্ষ ৪০ হাজার অ্যাসল্ট রাইফেল, ১৭ হাজার লাইট মেশিনগান খরচ হবে প্রায় ১,৮১৯ কোটি টাকা। যুদ্ধ জাহাজগুলির ক্ষমতা বাড়াতে ৮৫০ কোটি টাকার পাচ্ছে নৌসেনা।

Comments

Popular posts from this blog

বিনা অনুমতিতে CAA বিরোধী প্রদর্শন করছিল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর! হায়দ্রাবাদ পুলিশ করলো গ্রেফতার

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

GST ব্যপারে মোদীজির সম্পর্কে বিশ্বব্যাঙ্ক প্রধান যা বললেন শুনলে চমকে যাবেন।