এই তৃণমূল বিধায়কের কথা ভুল প্রমাণ করে পৌরসভার জলে মিললো ব্যাক্টিরিয়া..


কলকাতা মেয়র শোভন চট্টোপাধ্যায় সোমবার বলেছিলেন পৌরসভার জলে কোনো জীবানু নেই। কিন্তু তার কথা দিন গড়াতে না গড়াতে ভুল প্রমান হয়ে গেল। কলকাতা পৌরসভা এলাকার জলে মিলল কলিফর্ম ব্যাক্টিরিয়া যা মানুসের শরীরের জন্য খুব ক্ষতিকারক।



 এরমধ্যে রয়েছে যে যে ওয়ার্ড সেগুলি হলো ২৮, ২৯, ৫৮, ৫৯ ও ৬৬। ডায়রিয়া আক্রান্ত ১০ জন রোগীর মলের নমুনা পাঠানো হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। হাসপাতাল কর্তিপক্ষ যানান কজনের মলে কলেরার জীবাণু মিলেছে। এর পর সেই রিপোট পাঠানো হয় স্বাস্থ্য দফতরে। পৌরসভার তরফ থেকে বলা হয়েছে ওই সব এলাকায় মানুষদের জল ফুটিয়ে খাওয়ার জন্য।জল সরবরাহ দফতর সূত্রে জানা গিয়েছে, ওই তিনটি নমুনার একটি সংগ্রহ করা হয়েছিল একটি বাড়ির ভিতরের চৌবাচ্চা থেকে যেখানে পাম্পিং করে জল সরবরাহ করা হচ্ছিল চৌবাচ্চা থেকে,আরেকটি নমুনা দেখা যায় জল সংগ্রহ করা হয়েছিল কলকাতা পুরসভার নলকূপ থেকে। আর তৃতীয় নমুনাটি ছিল বাজারে বিক্রি হওয়া জল এর বোতল তবে এই জলটি পৌরসভার কল থেকে নেওয়া হয়।

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

বিনা অনুমতিতে CAA বিরোধী প্রদর্শন করছিল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর! হায়দ্রাবাদ পুলিশ করলো গ্রেফতার

GST ব্যপারে মোদীজির সম্পর্কে বিশ্বব্যাঙ্ক প্রধান যা বললেন শুনলে চমকে যাবেন।