সূর্য অস্ত যাওয়ার সময় লাল, উদয়ের সময় গেরুয়া এবার কোথায়..
এবার গেরুয়া ঝর কোথায় ? প্রশ্ন সবার কিন্তু উত্তর তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ দিয়েদিলেন। গতকাল রাজ্য জয় এর পরে প্রধানমন্ত্রী মোদী যখন জয় এর উপলক্ষে বিজেপি কার্যালয় বক্তব্য রাখছিলেন ঠিক সেই সময় প্রধানমন্ত্রী মোদী বলেন বাংলার কথা।
তিনি বলেন বাংলায় বর্তমানে যে সমাজ বিরোধী কাজ চলছে তা আর বেশিদিন নেই খুব তারাতারি বাংলায় গেরুয়া ঝর দেখা যাবে।নীল-সাদা এবার চিন্তায়। চিন্তায় তৃণমূল এক নেতার কথায়, বিরোধী ভোট যত ভাগ হবে ততই মঙ্গল কিন্তু ত্রিপুরায় কংগ্রেস উধাও, সিপিএম হেরেছে।এবার পালা বাংলা বিজেপির জন্য।
উত্তরপ্রদেশে স্বামীপ্রসাদ মৌর্য, অনুপ্রিয়া পটেল, হরিয়ানায় চৌধুরি বীরেন্দ্র সিং, ক্যাপ্টেন অভিমন্যু, অসমে হিমন্তবিশ্ব শর্মা, ত্রিপুরায় সুদীপ রায় বর্মনের মতো বহিরাগতরাই পদ্মের জয়ের অন্যতম ভাগীদার এই বাংলার মানুস এবার বাংলায় নতুন বিজেপি আসতে চলেছে। ঘোসনা প্রধানমন্ত্রী মোদী গতকাল করলেন।
Comments
Post a Comment