ভাসন দেওয়ার সময় শুরু আজান ২ মিনিট চুপ প্রধানমন্ত্রী মোদী..


প্রধানমন্ত্রীর আজ এক এমন কাজ করলেন তা সারা ভারতবাসীর গর্ব। আসল ঘটনাটি ঘটে প্রধানমন্ত্রী মোদী যখন জেতার উপলক্ষে দলেন সব সদস্যদের সাথে দেখা করতে যান বিজেপি কার্যলয়। সেখানে গিয়ে তিনি যা করলেন তা আজ পর্যন্ত খুব কম মানুস করেছেন বা কেউ নাও করে থাকতে পারে।


আজ তিনি যখন বক্তিতা দিতে ওঠেন ঠিক সেই সময় আজান শুরু হয় পাশের এলাকা থেকে ঠিক সেই সময় তিনি হটাত বলে ওঠেন ২ মিনিট অপেক্ষা করুন আজান শেষ হলে আমি আমর বক্তব্য রাখব। আর কি এই ঘটনার ফলে বোঝা যায় প্রধানমন্ত্রী মোদী কতটা আবেক নিয়ে চলেন যার ফলে তিনি ছোট ছোট বেপার গুলিও খুব ভালো ভাবে পূরণ করেন।


Comments

Popular posts from this blog

বিনা অনুমতিতে CAA বিরোধী প্রদর্শন করছিল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর! হায়দ্রাবাদ পুলিশ করলো গ্রেফতার

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

GST ব্যপারে মোদীজির সম্পর্কে বিশ্বব্যাঙ্ক প্রধান যা বললেন শুনলে চমকে যাবেন।